Chat Icon
Customizable Design
আপনি যেরকম সফ্টওয়্যার চাইবেন আমরাও ঠিক আপনার জন্য সেরকম সফ্টওয়্যার বানিয়ে দিবো, আপনার সামনে থেকেই। যে কোন সময় যে কোন দিন!
No Specific Date
সফ্টওয়্যার নেয়ার কোন নির্দিষ্ট সময় নাই। যেদিন থেকে আপনি চাইবেন সেদিন থেকেই সফ্টওয়্যার লাইভ অপারেট করতে পারবেন অনায়াসে যেকোন প্রকার দুশ্চিন্তা ছাড়াই!!!
Live Training Session
আমাদের এক্সপার্ট কনসাল্টেন্ট আপনাদের ব্যাবসায়ের প্রথম দুদিনের সমস্ত লেনদেনা সফ্টওয়্যার এ পোস্টিং এবং পাশাপাশি ট্রেনিং দিয়ে লাইভ রিপোর্ট বুঝিয়ে দিয়ে আসবেন।

About Us

ASB ONLINE ERP SOFTWARE

আমরা কারা?

Accounting Solutions Bangladesh (ASB) is a partnership business organization which is specialize in business operation system consultancy (Including Outlets, Warehouse, Factory, Procurements, Delivery, Receiving, Sales Order Management System, Bookkeeping, Accounting, HR and Payroll) in both manual and software.

Our Management

We have two business partners. One is Md. Shahadat Hossain (Accounting Consultant) and another is Sakibul Islam (Software Developer)

আমরা কেন এই সফ্টওয়্যার তৈরী করেছি?

নিঃসন্দেহে Tally ERP এবং Quickbook Software সারা পৃথিবীর সর্বাধিক গ্রহনযোগ্য ERP Software গুলোর মধ্যে অন্যতম। আমাদের ম্যানেজিং পার্টনার মোঃ শাহাদাত হোসাইন পেশাগত জীবনে প্রায় 10 বছর Accountant হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। এবং সকল প্রতিষ্ঠানেই তিনি বাধ্যতামূলক ভাবে Tally ERP Software ব্যবহার করেছিলেন। পাশাপাশি বেশকিছু Property Management Software যেমনঃ NICE (নাইস), EZEE (ইজি), SMART (স্মার্ট), OPERA (অপেরা)ইত্যাদি ব্যাবহার করেছেন। কিন্তু একজন Accountant এর নিকট টালি সবচাইতে গুরুত্বপূর্ণ টুলস হওয়া সত্ত্বেও এর বেশ কিছু লিমিটেশন আছে, যা আজও টালি কর্তৃপক্ষ ওভারকাম করতে পারেনি। যার ফলশ্রুতিতেই আমাদের দুজন ম্যানেজিং পার্টনার মোঃ শাহাদাত হোসাইন এবং মোঃ সাকিবুল ইসলাম একত্রিত হয়ে এই ASB Online ERP Software তৈরী করেন।

Our Great Team

Sakibul Islam
Managing partner
Software Developer
Md. Shahadat Hossain
Managing Partner
Accounting and Operation System Consultant.
Tanvirul Islam
Web Developer
Designer & Social Media Promoter.

About Our Software

About ASB ONLINE ERP SOFTWARE

যারা নিজেরা ব্যাবসায় সময় দিতে পারেননা বা যাদের অনেকগুলো আউটলেট এবং গোডাউন আছে বিভিন্ন লোকেশানে বা যারা শুধু প্রোডাক্ট উৎপাদন করে অর্ডার টেকারদের মাধ্যমে অর্ডার সংগ্রহ করে নিজস্ব তত্বাবধানে সরাসরি ফেক্টরি বা গোডাউন থেকে প্রোডাক্ট ডেলিভারী করতে চাইছেন এবং সমস্ত কন্ট্রোলিং নিজের হাতে রাখতে চাইছেন তাদের জন্য আমাদের এই ASB Online ERP Software একটি বিপ্লবের নাম। কারণ আপনি এক জায়গায় বসেই আপনার সকল লোকেশানের প্রতিদিনের সকল ব্যযাবসায়ীক কার্য্যক্রম দেখতে বা নিয়ন্ত্রণ করতে পারবেন। এবং তা আমাদের এই সফ্টওয়্যার এর মাধ্যমে সম্পূর্ণ অটোমেশন সিস্টেমে এক্সিকিউট করতে পারবেন। অর্থাৎ আপনি যদি চান যে আমার কোন ম্যানুয়াল সিস্টেম থাকবেনা তাতে ও আপনার ব্যাবসায় পরিচালনা করতে কোন অসুবিধা হবে না আমাদের সফ্টওয়্যার দিয়ে। ( যেমনঃ মানি রিসিপ্ট, পেমেন্ট ভাউচার, সেলস্ অর্ডার, সেলস্ ইনভয়েস, পারসেজ রিক্যুইজিশন, পারসেজ অর্ডার, পারসেজ ইনভয়েস, রিসিপ্ট নোট, ডেলিভারী চালান, রিটার্ন ইনভয়েস ইত্যাদি সব ডক্যুমেন্টস্) যার জন্য অন্য কোন ম্যানুয়াল সিস্টেম এর দরকার হবে না। (যদিও আমরা আমাদের ক্লায়েন্টদেরকে ম্যানুয়াল সিস্টেমের প্রতি নিরুৎসাহিত করিনা। কারণ আমরা সকলেই জানি যেহেতু এটি একটি সফ্টওয়্যার এবং এটি এক্টিভ রাখতে হলে কম্পিউটার, বিদ্যুত, ইন্টারনেট, হোস্টিং সার্ভার এসবগুলো ইক্যুইপমেন্ট একই সময়ে পারফেক্টলি একটিভ থাকতে হয়। যা বাস্তবে আমাদের দেশে অনেক ক্ষেত্রেই সমস্যা দেখা দেয়। তখন ব্যাবসায়ীক কার্য্যক্রমের স্বাভাবিক গতি ধরে রাখার জন্যই আমরা আমাদের ক্লায়েন্টদেরকে ম্যানুয়াল সিস্টেম ও ম্যানটেইন করতে পরামর্শ দিয়ে থাকি।) আশাকরছি আপনি এবং আপনার স্মার্ট এমপ্লয়ীরা দারুন এঞ্জয় করবেন আমাদের এই সফ্টওয়্যার।

Our Software Catagories

Image

Pharmacy & Confectionary

The functional goal of technical content is to help people use a product successfully. The business goal must tie the content.

Image

Hotel Management

The functional goal of technical content is to help people use a product successfully. The business goal must tie the content.

Image

Super Shop

The functional goal of technical content is to help people use a product successfully. The business goal must tie the content.

Image

Manpower Business

The functional goal of technical content is to help people use a product successfully. The business goal must tie the content.

Image

Restaurants

The functional goal of technical content is to help people use a product successfully. The business goal must tie the content.

Image

Hospitals

The functional goal of technical content is to help people use a product successfully. The business goal must tie the content.

Image

Garments Industry

The functional goal of technical content is to help people use a product successfully. The business goal must tie the content.

Image

Trading & Manufacturing

The functional goal of technical content is to help people use a product successfully. The business goal must tie the content.

Image

Travel & Tourism

The functional goal of technical content is to help people use a product successfully. The business goal must tie the content.

4013+
Installation
3890+
Satisfied Customers
178+
Amazing Features
618+
Total Posts

Our Awosome Features

পারসেজ রিক্যুইজিশন ক্রিয়েট
আমাদের সফ্টওয়্যার এ যেহেতু লাইভ কাজ করতে হয় সেক্ষেত্রে আপনাকে ইনস্ট্যান্ট ডিসিসান নিতে সর্বোচ্চ সহযোগীতা করবে।
পারচেজ অর্ডার এ কনভার্ট
আমাদের সফ্টওয়্যার এ যেহেতু লাইভ কাজ করতে হয় সেক্ষেত্রে আপনাকে ইনস্ট্যান্ট ডিসিসান নিতে সর্বোচ্চ সহযোগীতা করবে।
লিভ এপ্লিকেশন
আমাদের সফ্টওয়্যার এ যেহেতু লাইভ কাজ করতে হয় সেক্ষেত্রে আপনাকে ইনস্ট্যান্ট ডিসিসান নিতে সর্বোচ্চ সহযোগীতা করবে।
এডমিনিস্ট্রেটিভ ডকুমেন্টস
আমাদের সফ্টওয়্যার এ যেহেতু লাইভ কাজ করতে হয় সেক্ষেত্রে আপনাকে ইনস্ট্যান্ট ডিসিসান নিতে সর্বোচ্চ সহযোগীতা করবে।
সেলারী ডিটেইলস শীট
আমাদের সফ্টওয়্যার এ যেহেতু লাইভ কাজ করতে হয় সেক্ষেত্রে আপনাকে ইনস্ট্যান্ট ডিসিসান নিতে সর্বোচ্চ সহযোগীতা করবে।
ভিজিটিং কার্ড অটো জেনারেট
আমাদের সফ্টওয়্যার এ যেহেতু লাইভ কাজ করতে হয় সেক্ষেত্রে আপনাকে ইনস্ট্যান্ট ডিসিসান নিতে সর্বোচ্চ সহযোগীতা করবে।
অপার লেটার
আমাদের সফ্টওয়্যার এ যেহেতু লাইভ কাজ করতে হয় সেক্ষেত্রে আপনাকে ইনস্ট্যান্ট ডিসিসান নিতে সর্বোচ্চ সহযোগীতা করবে।
এডিটিং- লিমিটেড ইউজার
আমাদের সফ্টওয়্যার এ যেহেতু লাইভ কাজ করতে হয় সেক্ষেত্রে আপনাকে ইনস্ট্যান্ট ডিসিসান নিতে সর্বোচ্চ সহযোগীতা করবে।
সর্টকার্ট আইকন
আমাদের সফ্টওয়্যার এ যেহেতু লাইভ কাজ করতে হয় সেক্ষেত্রে আপনাকে ইনস্ট্যান্ট ডিসিসান নিতে সর্বোচ্চ সহযোগীতা করবে।
স্টার্টার
আমাদের সফ্টওয়্যার এ যেহেতু লাইভ কাজ করতে হয় সেক্ষেত্রে আপনাকে ইনস্ট্যান্ট ডিসিসান নিতে সর্বোচ্চ সহযোগীতা করবে।
এপ্রোভাল
আমাদের সফ্টওয়্যার এ যেহেতু লাইভ কাজ করতে হয় সেক্ষেত্রে আপনাকে ইনস্ট্যান্ট ডিসিসান নিতে সর্বোচ্চ সহযোগীতা করবে।
প্রোডাক্ট বা লেজার ইজি সার্সিং
আমাদের সফ্টওয়্যার এ যেহেতু লাইভ কাজ করতে হয় সেক্ষেত্রে আপনাকে ইনস্ট্যান্ট ডিসিসান নিতে সর্বোচ্চ সহযোগীতা করবে।

Our Awosome Packages

silver
BDT 55,000/-Lifetime

  • For 1 Showroom
  • For 1 Factory
  • For 3 Warehouse
  • For 3 Users
  • For 1 Accounting Module
  • For 1 HR & Payroll Module
  • Unlimited Projects & Cost Centers
  • Monthly Service Charge BDT 2,000/- per month
  • Annual hosting charge BDT 1,500/- per 1GB
5% Off
Gold
BDT 75,000/-Lifetime

  • For 1-5 Showroom
  • For 1-3 Factory
  • For 1-5 Warehouse
  • For 20 Users
  • For 1 Center & Outlets Accounting Module
  • For 1 HR & Payroll Module
  • Unlimited Projects & Cost Centers
  • Monthly Service Charge BDT 3,000/- per month
  • Annual hosting charge BDT 1,500/- per 1GB
Diamond
BDT 1,20,000/-Lifetime

  • For 1-20 Showroom
  • For 1-10 Factory
  • For 1-25 Warehouse
  • For 45 Users
  • For 1 Center & Outlets Accounting Module
  • For 1 HR & Payroll Module
  • Unlimited Projects & Cost Centers
  • Monthly Service Charge BDT 2,000/- per month
  • Annual hosting charge BDT 1,500/- per 1GB

আমরা কেন অনন্য?

Inventory Monitoring

আমাদের সিস্টেমে কাঁচামাল পারসেজে এর মাধ্যমে স্টক ইন হয়। এরপর প্রোডাকশন হয়ে ফিনিস্ড গুডস্ এবং সেলস্ অর্ডার এবং ডেলিভারীর মাধ্যমে ‍স্টক আউট হয়। তাছাড়া প্রোডাক্ট এর পেন্ডিং অর্ডার কার নিকট কত কুয়ান্টিটি তা খুব সহজে জানা যায়। আবার নতুন করে আপনি কত কুয়ান্টিটি পারসেজ অর্ডার করেছেন এবং কত কুয়ান্টিটি পেন্ডিং অর্ডার আছে তা যোগ বিয়োগ করে প্রডাক্টের গায়ে ফাইনাল কুয়ান্টিটি শো করে। সুতরাং খুব সহজে আপনি আপনার স্টক এবং অর্ডার ম্যানেজ করতে পারেন। ইন্ডিভিজিয়্যূল স্টক আইটেম লেজার তো রয়েছেই। গোডাউন ওয়াইজ স্টক রিপোর্ট, এক্সপায়ারী ডেইট অনুসারে স্টক রিপোর্ট রয়েছে আমাদের সফ্টওয়্যার এ।

Data Backup

আমরা যেহেতু ওয়েব বেইজড্ সফ্টওয়্যার তৈরী করেছি সুতরাং সময়মতো ডাটা ব্যাকআপ রাখা হলো আমাদের সবচাইতে জরুরী বিষয়। কারন আপনি যেমনটি জানেন, অনলাইন বেইস্ড সফ্টওয়্যার হ্যাক হওয়ার রিস্ক থাকে। এজন্য আমাদের সকল সফ্টওয়্যার আমরা আমাদের নিজস্ব সার্ভার সিস্টেমের এর মাধ্যমে আমাদের ক্লায়েন্টদেরকে সাপোর্ট দিয়ে থাকি। যেখানে প্রতি 12 ঘন্টা পর পর অটোমেটিক্যালি ব্যাকআপ নেওয়া হয়। একি সাথে আমাদের ক্লায়েন্টদেরকে ডাটা ব্যাকআপ রাখার সিস্টেম দেওয়া আছে। সুতরাং আপনি আপনার ডাটা নিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন। তাছাড়া আমরা খুব দ্রুত গুগল ড্রাইভে ও অটো বেকআপ সিস্টেম অন্তর্ভুক্ত করবো, ইনশাআল্লাহ।

Payroll & Administration

আমাদের সফ্টওয়্যার দিয়ে আপনি প্রতিদিনের এ্যাটেন্ডেন্টস্ নিতে পারবেন। লিভ এ্যাপলিকেশন করতে পারবে এ্যামপ্লয়িরা। এডমিন অনলাইনে তা ভিউ এবং এপ্রোভাল দিতে পারবেন। সারা বছরে কে কতদিন লিভ বা এ্যবসেন্ট ছিলো তা খুব ইজিলি জানতে পারবেন। স্যালারী শীট, পে-স্লিপ, ব্যাংক এ্যডভাইস খুব ইজিলি তৈরী করতে পারবেন। সেলারী শীটে সেলারী টেক্স, প্রভিডেন্ট ফান্ড সিস্টেম ও করা আছে। এম্প্লয়ী ডকুমেন্ট্স, স্টারটার সহ জরুরী প্রয়োজনীয় সব সিস্টেম করা আছে। এছাড়াও আমাদের সিস্টেমে প্রত্যেক এ্যামপ্লয়ীর নামে এক একটি লেজার ক্রিয়েট হবে। যার ফলে খুব ইজিলি এম্প্লয়ীদের যাবতীয় হিসাব ম্যানটেইন করতে পারবেন।

Comfortable system

আমাদের সফ্টওয়্যারটি ব্যাবহারের জন্য কোন কর্মীকে উচ্চশিক্ষিত হওয়ার প্রয়োজন হয় না। কারণ ম্যানুয়ালী একটি প্রতিষ্ঠান যেভাবে পরিচালিত হয় আমাদের সফ্টওয়্যার ঠিক তার কম্পিউটারাইজড্ রূপ। সুতরাং আমাদের সফ্টওয়্যার যে কেউ একবার দেখলেই তা তার কাছে অতি সহজবোধ্য মনে হয়। সুতরাং আপনি যেকোন সময় যেকোন জায়গা থেকে ইজিলি এক্সেস করতে পারবেন। পাশাপাশি এর মধ্যে যে শব্দ এবং টার্মস্ গুলো আমরা ইউস করেছি তা সর্বজন গ্রহনযোগ্য এবং আমরা তা ধারাবাহিকতার নীতি অনুসরণ করে তৈরী করেছি যাতে আপনি স্টেপ বাই স্টেপ কাজ করতে পারেন।

Control all businesses in one software

আপনার যতগুলো ব্যবসা প্রতিষ্ঠান থাকুক না কেন? আপনি এই এক সফ্টওয়্যার দিয়েই তা সম্পূর্ণ অনলাইন এ লাইভ নিয়ন্ত্রণ বা পরিচালনা করতে পারবেন তা ও আবার আলাদা আলাদা আউটলেট ওয়াইজ রিপোর্ট সহকারে। আপনার যতগুলো গোডাউন বিশ্বের যে প্রান্তেই থাকুক না কেন আপনি অনায়াসে তা কন্ট্রোল করতে পারবেন। কারণ সেলস্ম্যানরা সেলস্ অর্ডার ক্রিয়েট করবে এবং তা ম্যানেজমেন্ট এপ্রোভাল এর মাধ্যমে অটো ডেলিভারী চালান হবে। যেখানে গোডাউন বা স্টোর কিপার এর কোন ক্ষমতাই নাই কোন প্রকার কারচুপি করার।

Along with software systems there are simple manual systems

আমাদের সফ্টওয়্যার সিস্টেমের পাশাপাশি আপনার প্রতিষ্ঠানের জন্য আমরা একটি স্বচ্ছ এবং সহজ ম্যানুয়াল সিস্টেম ও তৈরী করে দিবো। যার ফলে কোন কারণে যদি কখনও ইন্টারনেট কানেক্টিভিটি সমস্যা দেখা দেয় তাতেও আপনি আপনার স্বাভাবিক ব্যবসায়িক কার্য্যক্রম চালিয়ে যেতে পারবেন কোন রকম ইন্টারাপসান ছাড়াই। সাধারণত ইন্টারনেট সমস্যা খুব বেশী সময় থাকেনা। সুতরাং ইন্টারনেট কানেক্টিভিটি ঠিক হয়ে গেলে তা অনলাইনে আপডেট করে দিলেই আপনি আবার লাইভ এ চলে আসবে।

Creative Ideas

আমরা আমাদের নিজস্ব আইডিয়া এবং অভিজ্ঞতাকে এই সফ্টওয়্যারের মাধ্যমে অটোমেশন সিস্টেমে সংযুক্ত করেছি। যা একান্তই আমাদের দুজন পার্টনার এর বাস্তব অভিজ্ঞতার ফসল। এছাড়াও আমরা আরও কিছু ক্রিয়েটিভ আইডিয়া খুব দ্রুত বাজারে আনার চেষ্টা করছি যা আপনার কাজকে আরও গতিশীল, প্রানবন্ত এবং সহজ করবে।

Instant Support

আমরা সকাল 10 টা থেকে রাত 10 টা পর্যন্ত আমাদের ক্লায়েন্টদেরকে সাপোর্ট দিয়ে থাকি। এছাড়া ও প্রয়োজন প্রেক্ষাপটে যে কোন সময় মালিকের প্রতিনিধি আমাদের পার্টনারদেরকে যে কোন সময় ফোন দিয়ে যেকোন সেবা গ্রহন করতে পারেন সহজেই।

Production Management

আমাদের সফ্টওয়্যার দিয়ে আপনি আপনার প্রোডাক্শান এর সবগুলো স্তর বা লাইন বা স্টেপ স্বচ্চ প্রক্রিয়ার মধ্যে আনতে পারবেন খুব সহজে। এতে আপনার কাঁচামাল চুরি বা অহেতুক মিসইউজ থেকে পরিত্রন পাবেন। আপনার কাঁচামল স্টক, ফিনিস্ড গুড্স স্টক সব খুব সহজে লাইভ আপডেট পেয়ে যাবেন। আর তাতে আপনি ইনস্ট্যান্ট ডিসিসান নিতে পারবেন। যা প্রতিষ্ঠানের মুনাফা বৃদ্ধিতে অতীব জরুরী।

Remote Access

আমাদের সফ্টওয়্যারটি ওয়েব বেইজড। সুতরাং আপনি পৃথিবীর যে কোন প্রান্ত থেকেই আপনি লাইভ ডাটা পোস্টিং করতে পারবেন, রিপোর্ট ভিউ করতে পারবেন। আবার চাইলে পৃথিবীর যে কোন প্রান্ত থেকেই এক্সপার্ট এ্যাকাউন্টেন্ট দ্বারাও প্রতিষ্ঠানের প্রতিদিনের লেনদেন মনিটর করাতে পারবেন অনায়াসে। তবে ক্লায়েন্ট এর চাহিদা মোতাবেক আমরা অফ লাইন সফ্টওয়্যার ও তৈরী করে দিয়ে থাকি।

Responsive Design

আমরা আমাদের সফ্টওয়্যারকে কী বোর্ড / মোবাইল / টেব / ল্যাপটপ এবং ডেস্কটপ ফ্রেন্ডলি করে তৈরী করেছি।

Full analytics

স্টক রিপোর্ট গোডাউন ওয়াইজ, ট্রায়াল ব্যালেন্স, প্রপিট এন্ড লস স্টেটমেন্ট, রিসিপ্ট এন্ড পেমেন্ট স্টেটমেন্ট, ফান্ড ফ্লো, ব্যালান্স শীট আপনি লাইভ দেখতে পারবেন।

Quick Decission

আমাদের সফ্টওয়্যার এ যেহেতু লাইভ কাজ করতে হয় সেক্ষেত্রে আপনাকে ইনস্ট্যান্ট ডিসিসান নিতে সর্বোচ্চ সহযোগীতা করবে।

Automation

আমাদের সফ্টওয়্যার এর মাধ্যমে সেলস অর্ডার, পারসেজ অর্ডার, ডেলিভারী চালান, সেলস ইনভয়েস, পারসেজ ইনভয়েস একবার যে কোন একটি অর্ডার ক্রিয়েট করলেই বাকী সব অটোমেটিক হয়ে যাবে যদি ম্যানেজমেন্ট এপ্রোভাল দেয়। সুতরাং আপনার লেখালেখির ঝামেলা আর থাকবেনা

Responsive Design

সম্পূর্ণ পে রোল সিস্টেম আপনি আমাদের সফ্টওয়্যার এর মাধ্যমে করতে পারবেন।

Limited access

কাষ্টমার, সাপ্লাইয়ার, স্টাফ লগ ইন সিস্টেম রয়েছে আমাদের এই সিস্টেমে এবং প্রত্যেকের লিমিটেড এক্সেস থাকবে ম্যানেজমেন্টের নীতি অনুসারে।

Quick search

আপনি বার কোড, এমনকি ইমেজ সার্স এর মাধ্যমে ও প্রোডাক্ট সার্চ করতে পারবেন।

Customizable Design

সম্পূর্ণ কাষ্টমাইজেবল সফ্টওয়্যার। অর্থাৎ আপনি সফ্টওয়্যারটিকে ঠিক যেভাবে চাইবেন আমরা ঠিক সেরকমভাবেই বানিয়ে দিবো।

Important documents

এছাড়া আরও একটি মজার ফিচার আপনি বা আপনার যে কোন এমপ্লয়ই লগ ইন করে তার যে কোন ব্যাক্তিগত বা অফিসের প্রয়োজনীয় ডক্যুমেন্টস এই সফ্টওয়্যার এর মধ্যে অনায়াসে সেইভ করে রাখতে পারবে।

No need for skilled workers

সবচাইতে মজার বিষয়টি হলো আপনার যদি দক্ষ কর্মী নাও থাকে সফ্টওয়্যার পরিচালনার জন্য, তাতে ও কোন সমস্য নাই, কারণ আমাদের মাই ডক্স মেন্যুর মাধ্যমে আপনি আমাদের ম্যানুয়াল ফরমেটে ডক্যুমেন্টস মেইনটেইন করে ছবি আপলোড করে দিলে আমাদের আউটসোর্সিং ডাটা এন্ট্রি অপারেটররা তা সফ্টওয়্যার এ পোস্ট করে দিবে আর আপনি লাইভ সফ্টওয়্যার এর সুফল ভোগ করবেন।

We are best compared to other ERP software

বাজারের অন্যান্য খ্যাতিমান সফ্টওয়্যার যেমন টালি ই আর পি, কুইকবুক, স্মার্ট, নাইস, ইজি ইত্যাদি সফ্টওয়্যার এর সাথে কমপেয়ার করতে পারেন। আমি নিশ্চিত আপনি আমাদের সফ্টওয়্যারকেই বেষ্ট বলতে বাধ্য হবেন।

Keyboard friendly

আমাদের সফট্ওয়্যারের যে ফিচার গুলো সবচাইতে বেশী ব্যবহার করা হয় সেগুলো সম্পূর্ণ কী বোর্ড ফ্রেন্ডলি, মোবাইল ফ্রেন্ডলি সুতরাং আপনি যে কোন জায়গা থেকেই তা অপারেট করতে পারবেন কিন্তু হিসাব সম্পূর্ণই থাকবে আপনার নিয়ন্ত্রনে।

Dealership Management

ডিলারশীপ ম্যানেজমেন্ট করতে পারবেন খুব ইজিলি। ডিলাররা তাদের অর্জিত কমিশন স্টেইটমেন্ট নিজে লগ ইন করে দেখতে পারবেন। ডিলারদের ক্রেডিট লিমিট আপনি ফিক্সড করে দিতে পারবেন। তাতে করে আপনার বেড ডেপট্স এর পরিমান নিয়ন্ত্রনে থাকবে।

Separate postings

ভাউচার আকারে এবং ইনভেন্টরী আকারে পারসেজ এবং সেলস পোস্টিং সিস্টেম।

VAT Submission

ভ্যাট সাবমিশান সিস্টেম আমাদের এই সফ্টওয়্যার এ বিল্ট ইন করা আছে। আপনি চাইলে প্রত্যেক মাসের রিটার্ন ফরম, ভ্যাট / ট্রেজারী চালান, সেলস্ রিপোর্ট আমাদের এই সফ্টওয়্যার এর মাধ্যমে সম্পন্ন করতে পারবেন

Offer for investment

আপনি আপনার ব্যবসার বাহিরের কোন ইনভেস্টরকে অনায়াসে ইনভেষ্টমেন্টের জন্য অপার করতে পারবেন। কারণ আমাদের ইনভেস্টর ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে আপনার ইনভেস্টররা ঘরে বসেই তার প্রতিদিনের ইনভেস্টমেন্ট পরিস্থিতির লাইভ আপডেট পাবেন।

Bank, Card, Mobile money, online payment management

এছাড়া ব্যাংক ম্যানেজমেন্ট, কার্ড ম্যানেজমেন্ট, মোবাইল মানি ম্যানেজমেন্ট, অনলাইন পেমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে আপনার যতগুলো ব্যাংক এ্যাকাউন্ট আছে সবগুলো অনায়াসে কন্ট্রোল করতে পারবেন।

Expiry date control

খাদ্য দ্রব্য এমনকি ঔষধ পত্র এর জন্য সবচেয়ে জরুরী যে বিষয়টি তা হলো তার এক্সপায়ারী ডেইট। যা অনেক সফ্টওয়্যার এর মাধ্যমে আপনি কন্ট্রোল করতে পারবেন না। আমাদের সফ্টওয়্যার এর মাধ্যমে আপনি অনায়াসে এক্সাপায়ারী ডেইট রিপোর্ট দেখতে পারবেন বা কোন ক্রেলাজিং স্ট্ক আইটেম এর এক্সপায়ারী ডেইট কত তা দেখে দ্রুত ডিসিসান নিতে পারবেন।

Day close

আমাদের সফ্টওয়্যার এর ডে-ক্লোজ অপশন এর মাধ্যমে ডে ক্লোজ করে আপনি অনায়াশে আপনার সমস্ত সিস্টেমকে খুব ইজিলি সিকিউরড করতে পারবেন।

Project cost control

আপনি আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্ট মডিউল দিয়ে খুব ইজিলি আপনার যেকোন প্রজেক্ট কস্ট কন্ট্রোল করতে পারবেন।

Easy VAT Procedures

আমাদের সফ্টওয়্যার দিয়ে আপনি আপনার ভ্যাট প্রসিডিউরস একদম ইজি, দ্রুত এবং নির্ভুলভাবে সম্পন্ন করতে পারবেন। কারন আমাদের সফ্টওয়্যার এর মধ্যে সম্পূর্ণ ভ্যাট সিস্টেম কনফিগার করা আছে যাতে ভ্যাট অফিসে দাখিলকৃত সকল ডকুমেন্টস্ অটোমেটিক তৈরী হয়ে যাবে এমনকি ট্রেজারী চালান কপি ও। আপনি শুধু প্রিন্ট করে সিগনেচার দিয়ে ব্যাংকএ টাকা জমা দিয়ে ভ্যাট অফিসে ডকুমেন্টস্ গুলো জমা দিয়ে দিবেন এবং এক কপি রিসিভিং কপি আপনার অফিসে সংরক্ষণ করবেন।

Balance sheet

আমাদের এক সফ্টওয়্যার দিয়ে যত খুশি আউটলেট, গোডাউন, কারখানা পরিচালনা করতে পারবেন। আবার যদি আলাদা আলাদা মালিকানায় আলাদা আলাদা ক্যাটাগরির ব্যাবসায় করতে চান যেখানে আপনার পার্সিয়াল মালিকানা রয়েছে যার আলাদা আলাদা লাভ/লস, ব্যালেন্স শীট, ট্রায়াল ব্যালেন্স তৈরী হবে তাও আপনি আমাদের এই এক সফ্টওয়্যার দিয়ে করতে পারবেন অনায়াসে।

Our Awosome Testmonials

Lorem, ipsum dolor sit amet consectetur adipisicing elit. Sit quis libero tenetur voluptate deleniti error voluptatibus.

Tanvirul Islam
Student

Lorem, ipsum dolor sit amet consectetur adipisicing elit. Sit quis libero tenetur voluptate deleniti error voluptatibus.

Tanvirul Islam
Student

Lorem, ipsum dolor sit amet consectetur adipisicing elit. Sit quis libero tenetur voluptate deleniti error voluptatibus.

Tanvirul Islam
Student

Frequently Ask Question

ERP হলোঃ Enterprise Resource Planing (প্রতিদিনের সমস্ত বিজনেস অপারেশন প্রসেস সম্পন্ন করে নির্ভুল ইনফরমেশনের সমন্বয়ে ম্যানেজমেন্টের চাহিদা মোতাবেক রিপোর্ট তৈরী করা) আর পস হলো পয়েন্ট অপ ‍সেলস্ (অর্থা ‍সেলস্ পয়েন্টে ব্যাবহৃত সিস্টেম)

2021 সালের জুলাইতে আমাদের সফ্টওয়্যারের তিন মাসের ট্রায়াল সফল ট্রায়াল শেষ করেছি। বর্তমানে আমাদের 6 টি সফ্টওয়্যার লাইভ ব্যাবহার করছেন আমাদের গ্রাহকরা। আপনারা যদি তাদের মতামত নিতে চান আমাদের কোন অসুবিধা নাই। বরং আমাদেরকে জানাবেন তাহলে আমরা আপনাদের মিটিং এর আয়োজন করে দিবো।

আমরা বাংলাদেশী বিজনেজ আওয়ার অনুসারে সকাল ৮ (আট) টা থেকে সন্ধা ৮ (আট) টা পর্যন্ত অনলাইন এবং প্রয়োজন বোধে অফ লাইন বা লাইভ সাপোর্ট দিয়ে থাকি।

আমরা তিন স্তরের ডাটা সিকিউরিটি রেখেছি (1) সার্ভার বেকআপ (2) ইন্ডিভিজিউয়াল কোম্পানি বেকআপ (3) ক্লায়েন্ট নিজে সফ্টওয়্যারের কনফিগার থেকে প্রতি মূহুর্তে নিজেদের পিসিতে বেকআপ রাখতে পারেন। এরপর ও আমরা গুগল ড্রাইভ এর সাথে ডাটা ‍অটো বেকআপ এর লিংক তৈরী করার চেষ্টা করছি। আশা করছি আমরা খুব দ্রুত আমাদের ক্লায়েন্টদেরকে দিতে পারবো।

Have Any Other Questions?

Looking for answers to your questions or seeking clarity on a topic? We're here to help and provide you with the information you need. Don't hesitate to reach out to us, and we'll be happy to assist you.




Get in touch

At Accounting Solutions Bangladesh (ASB), we believe in delivering exceptional customer service and building long-lasting partnerships with our clients. We are here to help you succeed and reach new heights of success, and we look forward to the opportunity to work with you. Alternatively, you can reach us at + 880 1860 93 00 29, + 880 1789 29 52 03 or send us an email at asb.com.bd@gmail.com. 24/7 Our team is available and we look forward to connecting with you soon.

+ 880 1860 93 00 29
+ 880 1789 29 52 03
Email Us Now
asb.com.bd@gmail.com
House#23/07/03, Road#02,
Banani, Dhaka-1213, BD